Shakkhat Shoytan ~ সাক্ষাৎ শয়তান ১,২ - কাজী আনোয়ার হোসেন

[রানা- ২০৮,২০৯]

সাক্ষাৎ শয়তান ১,২
কাজী আনোয়ার হোসেন

কি করছে সোনালী যুবক লুসিফার? চোখ দুটো বন্ধ, তারপরও আয়নায় দেখতে পাচ্ছে নিজেকে। গায়ের চামড়া হয়ে উঠল কালো, চকচকে-সেইসঙ্গে বড় হচ্ছে শরীরটা, দখল করে নিচ্ছে পুরো আয়না। ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এল দুটো দাঁত, হাতে গজাল লোম, আঙুল হয়ে উঠল পাখির মত লম্বা, তীক্ষ্ণ নখ। চোখ দুটো হলুদ। কালো কপালে গজাল খাটো দুটো শিং। লুসিফার? নরকের ওই অধিপতি আটকে রেখেছে সোহানাকে। কিভাবে উদ্ধার করবে ওকে রানা?

    No comments:

    Post a Comment

    Powered by Blogger.