[রানা- ৩১৮]
চরসদ্বীপ
কাজী আনোয়ার হোসেন
চরসদ্বীপ
কাজী আনোয়ার হোসেন
ভারত
বলছে, তারা বাংলাদেশের বন্ধু; কিন্তু তাহলে নিউক্লিয়ার ওঅরহেডসহ দূর
পাল্লার মিসাইলগুলো ঢাকা ও চট্টগ্রামের দিকে তাক করা হয়েছে কেন?
এবার মাসুদ রানাকে শুধু ভারতীয় ওঅর স্ট্র্যাটিজির বিরুদ্ধে নয়, পাকিস্থানের ইন্টেলিজেন্স সংস্থা আইএসআই-এর বিরুদ্ধেও লড়তে হচ্ছে। ওদিকে স্বঘোষিত এক শয়তান উপাসককে মেরে তাড়াবার প্রয়োজন দেখা দিয়েছে, কারণ সে বলছে, মহান শয়তানের ক্ষমতা নাকি ঈশ্বরের চেয়ে কোন অংশে কম নয়। হোক না সে মূর্তিমান অভিশাপ; নাদিরা আর তাঁর প্রেমকে কিভাবে এড়িয়ে থাকবে রানা?
এবার মাসুদ রানাকে শুধু ভারতীয় ওঅর স্ট্র্যাটিজির বিরুদ্ধে নয়, পাকিস্থানের ইন্টেলিজেন্স সংস্থা আইএসআই-এর বিরুদ্ধেও লড়তে হচ্ছে। ওদিকে স্বঘোষিত এক শয়তান উপাসককে মেরে তাড়াবার প্রয়োজন দেখা দিয়েছে, কারণ সে বলছে, মহান শয়তানের ক্ষমতা নাকি ঈশ্বরের চেয়ে কোন অংশে কম নয়। হোক না সে মূর্তিমান অভিশাপ; নাদিরা আর তাঁর প্রেমকে কিভাবে এড়িয়ে থাকবে রানা?
No comments:
Post a Comment