Ashanta Sagar 1,2 [Rana-186,187] | Qazi Anwar Husain

[রানা- ১৮৬,১৮৭]

অশান্ত সাগর – ১,২
 
কাজী আনোয়ার হোসেন

ঘনিষ্ঠ এক বন্ধুর সাহায্যের আবেদনে সাড়া দিল মাসুদ রানা – বাড়াল সহযোগিতার হাত। যেতে হলো দক্ষিন প্রশান্ত মহাসাগরে, এক বিশেষ মিশন নিয়ে – উদ্দেশ্য ওখানকার কয়েকটি দ্বীপের আশেপাশের গভীর সমুদ্রে তল্লাশি চালিয়ে খুঁজে বের করবে অত্যন্ত মুল্যবান এক শিলাখণ্ডের অনাবিষ্কৃত মজুদ। রানা কল্পনায় করতে পারেনি এ-কাজ করতে গিয়ে কত দুঃখ ছিল কপালে। একদিকে শত্রুপক্ষ, অন্যদিকে রুদ্র প্রকৃতি, ফ্যাল্কন আইল্যান্ডের চারদিকে একের পর এক বিস্ফোরিত হতে শুরু করেছে অসংখ্য ডুবো আগ্নেয়গিরির জ্বালামুখ। ফাঁদে আটকা পড়ে গেছে জাকারানডা – দিশে হারিয়ে ফেলেছে মাসুদ রানা।
 
 

    No comments:

    Post a Comment

    Powered by Blogger.