Khapa Nortok, Shoitaner Dut- MASUD RANA


ক্ষ্যাপা নর্তক
বারো জন প্রখ্যাত বৈজ্ঞানিক নিখোঁজ। শেষের জন নিখোঁজ হয়েছেন চোখের সামনে থেকেই।
ডক্টর সাদেকের মাকে কথা দিয়েছে রানা, যেমন করেই হোক খুঁজে এনে দেবে সে তাঁর ছেলেকে। একমাত্র সুত্র হুবার্ট ডনফিল। ছুটল রানা লন্ডন হয়ে মিউনিখ।



শয়তানের দূত
অদ্ভুত গতিসম্পন্ন গোলাকৃতি একটা উরন্ত বস্তু ধরা পড়ে রাডারে দুই সেকেন্ডের জন্যে, পরমুহূর্তে অদৃশ্য হয়ে যায়। শব্দের চেয়ে এগারো গুন বেশি গতিবেগ। কি ওটা? জানার ভার পড়ল পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) কাউন্টার ইন্টেলিজেন্সের অপারেটর মিস সোহানা চৌধুরীর উপর।
 



    No comments:

    Post a Comment

    Powered by Blogger.