নিরাপদ কারাগার
কাজী আনোয়ার হোসেন
কাজী আনোয়ার হোসেন
আশ্চর্য এক লোক এই সাল্ভাদর মারানজানা। এমন মানুষ জীবনে দেখেনি রানা। মাফিয়া-চীফ হিসেবে যেমন নিষ্ঠুরতার তুলনা নেই, তেমনি মৃতা স্ত্রীর আগের ঘরের ছেলের প্রতি তাঁর মমতা অ দুর্বলতারও বুঝি তুলনা হয় না। রানাকে ধরে এনেছে সিসিলিতে, যেমন করে হোক ইস্রায়েলী কারাগার থেকে উদ্ধার করে নিয়ে আসতে হবে তাঁর ছেলেকে।
নইলে?
নইলে পাহাড়ের ওপর থেকে ধাক্কা দিয়ে কয়েকশো ফুট নিচে ফেলে দেয়া হবে রানার একান্ত প্রিয় জন্মান্ধ এক মেয়েকে। বাধ্য হয়ে রাজী হল রানা। কিন্তু মনে মনে ও কি প্রতিজ্ঞা নিল, তা জানল না কেউ।
No comments:
Post a Comment