সর্বনাশের দূত কাজী আনোয়ার হোসেন

সর্বনাশের দূত ১ 

সর্বনাশের দূত ২  

সর্বনাশের দূত 

কাজী আনোয়ার হোসেন
সেবা প্রকাশনী
মধ্য-প্রাচ্যের তেল-সমৃদ্ধ দেশগুলোকে গ্রাস করতে চলেছে পশ্চিমা দুনিয়া । প্রস্ততির কাজ শেষ । এমন সময় মাসুদ রানার হাতে এল ওদের পরিকল্পনার নীল নকশা । পৌছে গেল ওটা বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের চিফ মেজর জেনারেল রাহাত খানের হাতে । ক্ষতিগ্রস্ত হতে চলেছে এমন কয়েকটি দেশের সিক্রেট সার্ভিস চিফের সঙ্গে বসে তৈরি করলেন তিনি পাল্টা পরিকল্পনা । প্রস্তুত রইল দক্ষিন এশিয়ার বেশিরভাগ দেশের সেনাবাহিনী । ঠিক হলোঃ ইজরায়েলের কাছ থেকে কেড়ে নেয়া হবে মার্কিন পারমাণবিক মিসাইল । ডাক পড়ল মাসুদ রানা, সোহেল আহমেদ , লিউ ফু-চু, অনিল চট্টোপাধ্যায়, আতাসি ও উর্বশী দাসার । ওদের সঙ্গে সেই ধচাপচা জাহাজে করে চলেছে আরও অনেকে । জাহাজটা কিন্তু আপনার খুবই চেনা...
স্বর্ণ-বিপর্যয়ের সেই মার্ভেল অভ গ্রিস !
পাঠক, এই আত্মঘাতী মিশনে যাবেন ওদের সঙ্গে ?
সর্বনাশের দূত ক্লাইভ কাসলার ও জ্যাক দু ব্রুল এর অরিগন ফাইলস সিরিজের "প্লেগ শিপ" এর ছায়া অবলম্বনে লেখা।


 

No comments:

Post a Comment

Powered by Blogger.