মেঘের পরে আনন্দের রোদ হাফিজুর রহমান শাকিল


মেঘের পরে আনন্দের রোদ


হাফিজুর রহমান শাকিল


সাউন্ড বাংলা" হতে প্রকাশিত হাফিজুর রহমান শাকিল এর "মেঘের পরে আন্দদের রোদ" বইটি একটি সমকালীন উপন্যাস।

হাফিজুর রহমান শাকিল একজন বহুগুণ সম্পন্ন মানুষ। প্রজন্মের প্রিয় কবি হলেন তিনি।তার লেখা বেশ কিছু বই যেমন- নতুন দিনের প্রত্যাশা(২০০৭), নীল পদ্যের নীল কান্না(২০০৮),হাতের মুঠোয় অনন্ত চাওয়া(২০০৯),নীল জীবনের কাব্য (২০১০) এবং নির্বাচিত কবিতা(২০১৩)।

বহুকাল বিরতির পর তিনি এই উপন্যাসটি লিখেছেন।।এটি তার সর্বপ্রথম উপন্যাস। বইটি সমকালীন নানা বিষয় নিয়ে, নানা ঘটনার বর্ণনার পরিপ্রেক্ষিতে লিখা।উপন্যাসে লেখক বাস্তবতার ছাপ রেখেছেন যাতে এটি সবার মন কাড়তে পারে।উপন্যাসে দুঃখের পর যে সুখ আসে তা নিয়ে ঘটনা বর্ণনা করা আছে এবং মানুষের প্রাত্যাহিক জীবনে সুখ-দুঃখ,নানা অভিজ্ঞতা ইত্যাদি  বিষয় বাস্তবতার সাথে লেখক প্রকাশ করেছন।মানুষের অনুভূতি,চাওয়া-পাওয়া ইত্যাদি বিষয়ও বইটিতে পরিষ্কারভাবে প্রকাশ করেছেন লেখক।তিনি তার লেখার জাদু তার প্রথম উপন্যাসে খুব চমৎকারভাবে প্রকাশ করেছন যা পাঠক মনকে বিমোহিত করে।

মেঘের পরে আন্দদের রোদ হাফিজুর রহমান শাকিল

No comments:

Post a Comment

Powered by Blogger.