নীল রক্ত কাজী আনোয়ার হোসেন

নীল রক্ত 
কাজী আনোয়ার হোসেন
সহযোগীঃ কাজী মায়মুর হোসেন


বইটি ইন্টারনেট থেকে সংগ্রহীত, কৃতজ্ঞতা- সেই সব মহান আপলোডার দের যারা এত কষ্ট করে আমাদের বইগুলো পড়ার সুযোগ করে দিয়েছেন

ডক্টর লাবনী আলমকে ডুবন্ত গাড়ি থেকে উদ্ধার করেই মহা ঝামেলায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেল মাসুদ রানা। কিংবদন্তীর সেই আটলাণ্টিসের মহামূল্যবান এক আর্টিফ্যাক্ট ক্রয় করতে ইরানে গেল ওরা। ভুলেও ভাবেনি, কবর-লুঠেরা আরাশ খানসারি টাকা তো নেবেই, খুনও করতে চাইবে ওদের। মরতে আপত্তি আছে বলে প্রাণপণে লড়ল ওরা। ইরান থেকে ফিরেই ব্রাযিল, গালফ্ অভ কেডিয, তিব্বত। জটিল রহস্যের সব গিঁঠ যখন খুলল, রানা চিনল আসল শত্রুটা কে। পৃথিবীর পঁচাশি ভাগ— অর্থাৎ, সাড়ে পাঁচ শ’ কোটি মানুষের মৃত্যু ঠেকাতে ঝাঁপ দিতে হলো ওকে মৃত্যুর মুখে। রেইভেন্সফিওর্ডের উপকূলে ভয়ঙ্কর ভাইরাস বহনকারী বিমানে উঠেই রানা বুঝল: পড়েছে উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে!



No comments:

Post a Comment

Powered by Blogger.