ছুটিতে বেড়াতে গিয়েছিল রানা গোলাপের দেশ তেহরানে। ভাবতেও পারেনি জটিল রায়ের কুটিল এক ফাঁদে পা দিচ্ছে সে সম্পূর্ণ অসতর্ক অবস্থায়। ছোট্ট সিমিকে উদ্ধার করে আনতে গেল সে লাহোরে। সেখানে ভ্রাতৃহত্যার প্রতিশোধ গ্রহন করবার জন্যে অপেক্ষা করছে পাকিস্থান কাউন্টার ইন্টেলিজেন্সের সবচেয়ে ভয়ঙ্কর লোক ব্রিগেডিয়ার তারিক আখতার। পরিচয় হলো বিখ্যাত পপ গায়িকা স্পাই দিলারা দূররানীর সাথে। সে-ও আকণ্ঠ ডুবে আছে বিপদে। শুরু হয়ে গেছে ঘটনা-সংঘাত। পালাচ্ছে ওরা। কুশলগড়ের পাহাড়ে ঘিরে ফেলল ওদের কয়েক হাজার পাক আর্মি।
অকস্মাৎ সীমান্ত - ১,২ কাজী আনোয়ার হোসেন
অকস্মাৎ সীমান্ত - ১,২ কাজী আনোয়ার হোসেন
বাংলা পিডিএফ এর সৌজন্যে- কৃতজ্ঞতা- সেই সব মহান আপলোডার দের যারা এত কষ্ট করে আমাদের বইগুলো পড়ার সুযোগ করে দিয়েছেন।
No comments:
Post a Comment