মৃত্যুফাঁদ ও সীমালঙ্ঘন -মাসুদ রানা

মৃত্যুফাঁদ
লিফট চেয়ে বিপদে পড়ে গেল মাসুদ রানা। একটা লাশের বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে কেটে পড়ল খুনী। খুনের রহস্য বের করতে গিয়ে আরও ফেঁসে গেল ও। চারদিক থেকে জাল গুটিয়ে আনছে পুলিশ, ওদের দৃঢ় বিশ্বাস খুনটা রানাই করেছে। উদ্ধার পেতে শেলডন আইল্যান্ড ছুটে গেল ও, সেখানে ওত পেতে আছে আরও বড় বিপদ।
সীমা লঙ্ঘন
সময় মাত্র দু’তিন দিন। নেতৃত্ব দেবে মাসুদ রানা, সঙ্গে থাকবে দু’জন বিসিআই এজেন্ট। ইসরায়েল ঢুকে হিযবুল্লাহ গেরিলা আর মুসলিম ব্রাদার হুড সদস্যদের সাহায্য নিয়ে তিনটে সাবমেরিন ধ্বংস করে দিয়ে আসতে হবে। প্যারাশুট নিয়ে ইসরায়েলে নামার পর থেকেই শুরু হলো বিপদ। দলে বিশ্বাসঘাতক আছে, তা-ও একজন নয়। ইসরায়েলি সেনাবাহিনী ধাওয়া করল ওদের। শেষ পর্যন্ত কি ঘটল, সে এক রোমহর্ষক কাহিনী।




DOWNLOAD

    No comments:

    Post a Comment

    Powered by Blogger.